ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বার্সা ছেড়ে সৌদি ক্লাব আল আহলিতে ফ্রাঙ্ক কেসিয়ে

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ০০:৪৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ০০:৪৩

কাতার বিশ্বকাপের পর পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাবে নাম লেখান। এরপর থেকে ইউরোপ ছেড়ে সৌদি আরবের দিকে ছুটছেন ফুটবলাররা। করিম বেনজিমা, সাদিও মানে, জর্ডান হেন্ডারসনের মতো তারকারা এরই মধ্যে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। এবার তাদের পথ অনুসরণ করলেন আইভরি কোস্টের ফ্রাঙ্ক কেসিয়ে।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে তিনি নাম লেখালেন আল আহলিতে। সৌদি প্রো লিগের দল আল আহলিতে কিছুদিন আগে যোগ দিয়েছেন রিয়াদ মাহরেজ। এর আগে রবের্ত ফিরমিনো ও এদুয়ার্দো মেন্ডিকেও দলে ভিড়িয়েছে তারা। এবার সেই দলের অংশ হলেন কেসিয়ে।

এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে ১ কোটি ২৫ লাখ ইউরো খরচ করেছে আল আহলি। 



আপনার মূল্যবান মতামত দিন: