ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

যুব মহিলা লীগের কাছ থেকে মানুষের পাশে দাঁড়ানো শিখুন, বিএনপিকে তথ্যমন্ত্রী

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ০৪:০১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ০৪:০১

নিজস্ব প্রতিবেদক:

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারা বড় একটা রাজনৈতিক দল হয়েও মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায় না। কিন্তু আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগও মানুষের পাশে দাঁড়িয়েছে। এদের কাছ থেকে বিএনপির শেখা উচিত।’

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) ধানমন্ডিতে সংবাদ সম্মেলন শেষে রাজধানীর শাহবাগে যুব মহিলা লীগের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি বিএনপিকে বলবো-সাজগোজ করে বিদেশি দূতাবাসে ধর্না না দিয়ে মানুষের পাশে দাঁড়ান। অগ্নিসন্ত্রাস করে মানুষ ও গাড়ি না পুড়িয়ে মানুষের পাশে দাঁড়ান, পুলিশের ওপর হামলা পরিচালনা না করে মানুষের পাশে দাঁড়ান।’

যুব মহিলা লীগ সভাপতি আলেয়া সারওয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি এবং সদস্যরা কর্মসূচিতে বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: