ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: ডা. রফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ০২:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ০২:০১

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি সামগ্রিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৭৫ হাজারের বেশি এবং মৃত্যু সাড়ে তিন শতাধিক।

ডা. রফিকুল ইসলাম বলেন হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্যালাইন সংকট। অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নিচ্ছে। আর বরাবরের মতোই সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, যখন অনেকেই বর্ষা মৌসুমের পূর্বেই এডিস মশার লার্ভা নিধনের পরামর্শসহ ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছিলেন, সরকার তাতে বিন্দুমাত্র কর্ণপাত না করে বিরোধীদলীয় নেতাকর্মীদের নিধনেই বেশি ব্যস্ত ছিল। যার কারণে এবার ডেঙ্গু ঢাকাসহ প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে। শোনা যায়, নিম্নমানের কীটের কারণে রোগ নির্ণয় পর্যন্ত সঠিকভাবে সম্ভব হচ্ছে না।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।



আপনার মূল্যবান মতামত দিন: