
অনেক নাটকের পর টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছেন হ্যারি কেন। আন্তর্জাতিক মিডিয়ার দাবি, ট্রান্সফার ফির অঙ্কটা ১০ কোটি ইউরো। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে গোলের পর গোল করে গেছেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু শিরোপার দেখা পাননি।
গতকাল ক্লাবের হয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী কেইন বলেন, ‘আমি যে অভ্যর্থনা পেয়েছি, তা অসাধারণ। অবশ্যই আমি এখানে আসতে চেয়েছিলাম এবং গত রাতে জিততে চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। আতঙ্কিত হওয়ার সময় নয় এখন, সামনে দীর্ঘ মৌসুম। আমরা শিরোপা জিততে চাই, কাপ জিততে চাই, চ্যাম্পিয়ন্স লিগও জিততে চাই।
আপনার মূল্যবান মতামত দিন: