ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

স্টোকসকে অবসর থেকে ফেরানোর চেষ্টায় ইংল্যান্ড

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩ ১৫:২৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩ ১৫:২৮

স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটের দুই ফরম্যাটে ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করার নায়ক বেন স্টোকস। সেই স্টোকস ওয়ার্কলোড কমাতে ৩ মাস আগেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে স্টোকসে অবসর থেকে ফেরানোর চেষ্টা করছে ইংল্যান্ড দল।

যদিও অ্যাশেজের পর স্টোকস অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার সম্ভাবনা নাকচ করেছিলেন।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, স্টোকসকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের দলের অধিনায়ক জস বাটলারের উপর। ব্রিটিশ গণমাধ্যমে এই তথ্য দিয়েছেন ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট। তিনি বলেছেন, ‘সম্ভবত বাটলার নিজে থেকেই উদ্যোগ নিয়ে স্টোকসের সঙ্গে কথা বলবে।



আপনার মূল্যবান মতামত দিন: