
এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিক্সা গ্যারেজের গেট ভেঙ্গে ম্যানেজারকে বেঁধে রেখে গ্যারেজ থেকে ৭টি অটোরিক্সা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী ডাক্তার রোডের রুবেলের অটো গ্যারেজ থেকে এই অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ব্যাপারে গ্যারেজ মালিক ভুক্তভোগী রুবেল বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোদ দায়ের করেন।
গ্যারেজ মালিক রুবেলের অভিযোগ সূত্রে জানা যায়, কেয়টখারী ডাক্তার রোডে ঘর ভাড়া নিয়ে সেখানে গ্যারেজ করে ব্যাটারি চালিত অটোরিক্সা রাখত এবং অটো গ্যারেজটি মোঃ রহমত নামের এক ম্যানেজার হিসেবে দায়িত্ব দেন। ঘটনার দিন দিবাগত রাতে গ্যারেজের দক্ষিন পাশের গেট ভেঙ্গে একটি চক্র গ্যারেজে ভিতরে ঢুকে দায়িত্বে থাকা ম্যানেজার রহমতকে বেঁধে রেখে গ্যারেজে থাকা ৭টি ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গ্যারেজ ম্যানেজারের সম্পৃক্তা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: