ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শ্রীনগরে বঙ্গবন্ধু'র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

এম এ কাইয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩ ২৩:০২

এম এ কাইয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩ ২৩:০২

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে। 

দিবসটি উপলক্ষ্যে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,রাজনৈতিক দল,সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করে।

সকাল সোয়া ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সহ সম্পাদক মাকসুদ আলম ডাবলু,মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খাঁন,মোঃ আজিজুল ইসলাম,নাজির হোসেন,হামিদুল্লাহ খান মুন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

দুপুর সাড়ে ১২ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের উদ্যোগে এম রহমান শপিং কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরন অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: