ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লিটনের ওপেনিং পার্টনার হিসেবে তামিমকেই দেখছেন সুজন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩ ০০:১৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩ ০০:১৭

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের হয়ে কারা ইনিংস উদ্বোধন করবেন- দেশের ক্রিকেটাঙ্গনে অনেক আলোচনার মাঝে এটাও অন্যতম। একপ্রান্তে তো লিটন দাস আছেনই। তার সঙ্গী কে হবেন? চোটের কারণে এশিয়া কাপে খেলবেন না তামিম ইকবাল। তাতে কী? আরেক তামিম তো আছেন !

‘ছোট’ তামিম খ্যাত এই তরুণকেই লিটনের ওপেনিং সঙ্গী হিসেবে দেখছেন খালেদ মাহমুদ সুজন।

আজ বিসিবিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মারমুখী ব্যাটার হিসেবে পরিচিত তামিমকে নিয়ে সুজন বলেন, ‘(তানজিদ) তামিমকে আমি দেখি আসলে,এরকম যারা খেলে, তাদের থেকে আমরা কি আশা করি? দারুণ একটা সূচনা। ও ওরকমই ক্রিকেটার। সিনিয়র তামিমের ছোটবেলা যদি মনে করি, ও যেরকম ব্যাটিং করত, আমার মনে হয়, জুনিয়র তামিম একই রকম ব্যাটিং করে। তাই আমি মনে করি তামিমই হয়তো প্রথম পছন্দ হতে পারে লিটন দাসের সঙ্গে। 

 



আপনার মূল্যবান মতামত দিন: