
নিজস্ব প্রতিবেদক :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মুন্সিগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, উপজেলা অফিসার্স ক্লাব, বিভিন্ন সরকারি দপ্তর, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, পুরস্কার ও যুব ঋন বিতরণ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলায়াত, গীতা পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল আলম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,সিরাজদীখান উপজেলা (বিআরডিবি) চেয়ারম্যান শেখ তাজুল ইসলাম পিন্টু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে ।
আপনার মূল্যবান মতামত দিন: