
অধিকার পত্র ডেক্স :
আজ ১৫ আগস্ট ছিল জাতীয় শোক দিবস।১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যগণ শাহাদাত বরণ করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন তুলে ধরা হলো।
নোয়াখালী : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে শোক র্যা লি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে, নোয়াখালী জেলা আওয়ামী লীগও শোক দিবসে পৃথক ভাবে ব্যাপক কর্মসূচি পালন করে। এমপির নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার অনুসারী নেতাকর্মিরা। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে বেলা ১১টায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে এমপি একরামুল করিম চৌধুরী। এর আগে তার অনুসারী নেতাকর্মি নিয়ে একরামুল করিম চৌধুরী জেলা শহরের প্রধান সড়কে শোক র্যালি করেন।
ঝিনাইদহ: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র্যা লী বের করা হয়। র্যা লী শহরের বিভিন্ন সড়ক ঘরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেরণা একাত্তর চত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার মো: আজিম-উল-আহসান বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
লালপুর (নাটোর): নাটোরের লালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার আড়বাব ইউনিয়েনের ছোট বিলশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম উজ্জল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা সেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তালাস খাঁন, সাবেক ছাত্র নেতা আজমল হোসেন তমাল, বনপাড়া পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রমুখ।আলোচনা সভার পূর্বে এক মিনিট নিরবতা পলন করা হয়। শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ: শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৫ আগস্ট কালরাতে নিহত জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও নগরভবন প্রাঙ্গণে গণভোজ এর উদ্বোধন আয়োজনে প্রধান অতিথির ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: ইকরামুল হক টিটু। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভা-ার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৭ টায় সার্কিট হাউজ সংলগ্ন "ময়মনসিংহে বঙ্গবন্ধু" ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
যশোর : "বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ”যশোর জেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯ টায় সংগঠনের নেতা কর্মীরা শোক র্যা লি করে শহরের বকুলতলায় বঙ্গবন্ধু মুর্যা্লে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির ২নং ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক র্যা লি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাড মোহাম্মদ আলী রায়হান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড গাজী আব্দুল কাদির, জেলা ও দায়রা জজ আদালতের পি.পি. অ্যাড এম. ইদ্রিস আলী, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড শরীফ নূর মোঃ আলী রেজা, অ্যাড বদরুজ্জামান পলাশ, অ্যাড আশরাফুল আলম বিপ্লব, অ্যাড চিরন্তন মল্লিক অ্যাড,সেতারা বেগম, অ্যাড খন্দকার দেলোয়ার হোসেন, অ্যাড খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, অ্যাড খালেদ হাসান জিউস,অ্যাড সাজ্জাদ মুস্তফা রাজা প্রমুখ।
খানসামা : সকাল ১০ টায় উপজেলার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ডার,থানা পুলিশ,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন,ফায়ার সার্ভিস স্টেশন,খানসামা সাব জোনাল অফিস,সাব রেজিস্ট্রার অফিস,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।শেষে ১মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।এরপর বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে ১মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। এর আগে সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে(পাকেরহাটস্থ) আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন,১মিনিট নিরবতা পালন,দোয়া মাহফিল হয় এবং বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও তাজ উদ্দিন,এসিল্যান্ড মারুফ হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,ওসি চিত্তরঞ্জন রায়,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।
রায়পুরা (নরসিংদী): রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়। পুস্পজ্ঞ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়। সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজগর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ৬ বারের নির্বাচিত এমপি জনাব রাজউদ্দীন আহমেদ রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিকসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ । দুপুর ১:৩০ মিনিটে ওলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক গন ভোজের আয়োজন করা হয়। গণ ভোজের আয়োজন করেন। রায়পুরার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি আলামিন ভূইয়া মাসুদ। অনুষ্ঠানে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ : জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজধারণ। মঙ্গলবার সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান।
এদিকে, সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জেলা আ’লীগের নেতৃবৃন্দরা জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত করে দিনটির সূচনা করে। পরে, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন ও ফেরদৌসী ইসলাম জেসী এমপি’র নেতৃত্বে শোক র্যা লী বের হয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা আ’লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সকাল সাড়ে ৯ টায় দলীয় কার্যালয় চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।
ভোলা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলা প্রশাসক চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আরিফুজ্জামান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার মাহিদুজ্জামান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ভোলা জেলা আওয়ামীলীগ, ভোলা পৌরসভা, ভোলা জেলা মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ সরকারি,বেসরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান। ফুলে-ফুলে ভরে যায় জাতির পিতার প্রতিকৃতি। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন শ্রদ্ধা নিবেদনকারীরা। শোক দিবসের সকালে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা,সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দু। পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারীদের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আটঘরিয়া (পাবনা) : পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসে এদেশের স্বাধীনতা বিপন্ন হবে।এদশের মানুষ যে সহযোগিতা পাচ্ছে এই সহযোগিতা থেকে আপনারা বঞ্চিত হবেন। এই দেশ উন্নয়ন শীল দেশ হতে পারবে না।এদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুন্দর স্বাধীনতা এনে দিয়েছে। ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলানির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। উপজেলা সহকারি কমিশনার (ভূমি)এএইচএম ফখরুল হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাইম্মিমুল হোসেন চঞ্চল, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক। আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
ভালুকা : ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে ভালুকা বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ সহ সকল সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা,জেলা আওয়ামী সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিল্পব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার,মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা,ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমুখ।
পাঁচবিবি (জয়পুরহাট) : ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে পাঁচবিবি শহীদ স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। সাংবাদিক সুমন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাফেউর আজম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জ হোসেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান।
চুয়াডাঙ্গা : নানা কর্মসুচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় দলের বিভিন্ন অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন। অপরদিকে সকাল ৭টার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আবদুল্লাহ-আল-মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে পঁচাত্তরের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে শ্রদ্ধা-ভালোবাসায় মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। সকাল ৯টায় বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে টাউন হল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, নারী সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা, খাগড়াছড়ি সেনা রিজয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর ও পৌরসভার মেয়র নির্মলেন্দুসহ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন অফিসার্স ক্লাব মিলনায়তনে ও জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে। মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ প্রদান করা হয়। এ সময় জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্তস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক র্অপন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা ও পুরস্কার বিতরনী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার ভুমি সানজিদা বেগম, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সাধারন সম্পাদ মশিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু প্রমুখ।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকীও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা জাতীয়পার্টি ও সোনারহাট দারুলউলুম দাখিল মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন কর্মসূচিগ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলণ, শোক র্যা লি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, বৃক্ষরোপণ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী মোহাম্মদ নুর-এ আলম এর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সামাজিকসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ’জাতীয় শোক দিবস’ পালিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এডভোকেট মাকসুদুল আলম মাসুদ, পৌর মেয়র এস এম রবিন হোসেন, জেলা পরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-ই-এলাহী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আরোও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীবৃন্দ।
তাড়াশ (সিরাজগঞ্জ): জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। সকাল ৯টায় তাড়াশ উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যাতলে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদ মিলায়তনে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ দিকে বেলা ১১টার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় ১৫ আগস্টের উপর আলোচনায় সংগঠনের বিভিন্ন শ্রেণির নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ১০ জন জটিল রোগে আক্রান্ত রোগীকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। পাশাপাশি যুব ঋণ বিতরণ, কুসুম্বী কমিউনিটি ক্লিনিকের উদ্দ্যেগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ত্রিশাল (ময়মনসিংহ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে গ্রামীণ ব্যাংকের ২ হাজার ৩শত সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারাগাছ বিতরণ করা হয়েছে। সকালে গ্রামীণ ব্যাংক ত্রিশাল শাখার আয়োজনে চিকনা মনোহর এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ যোনের যোনাল ম্যানেজার আব্দুল আলীম। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ এরিয়ার এরিয়া ম্যানেজার হারুন অর রশিদ, ত্রিশাল শাখার শাখা ব্যবস্থাপক ফকরুজ্জামান, সেকেন্ড ম্যানেজার আবু সাইম মো: আবু সাঈদ, ত্রিশাল সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হালিমা বেগমসহ উক্ত শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে ২ হাজার ৩শত সদস্যদের মাঝে বিনামূল্যে ১৮ হাজার ৫ শত বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
ইবি: জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফিজুর রহমান রাকিব-এর নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সংগঠনের সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন, কোষাধ্যক্ষ শাহীন আলম, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান জীম, কার্যনির্বাহী সদস্য সামী আল সাদ আওন, জাহিদ বিন ফিরোজ, মোস্তাক মুর্শেদ ইমন, মংক্যাচিং মারমা, সাকিব আসলাম’সহ অন্যান্যরা। এর আগে, জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান। পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোক রযাগ লি বের হয়।
আপনার মূল্যবান মতামত দিন: