ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের আগমুহূর্তে ক্রিকেটকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩ ২২:১১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩ ২২:১১

পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন দলের বাইরে থাকা এ পেসার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তেই বিদায় জানালেন। 

২০০৮ সালে দেশটির জার্সিতে তার অভিষেক হয়েছিল। তাতে জাতীয় দলের হয়ে ১৫ বছর পার করার পর অবসরের সিদ্ধান্ত নিলেন বাঁহাতি এ পেসার। তবে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

বুধবার সোশ্যাল মিডিয়া এক্সে এক বার্তায় অবসরের ঘোষণা দেন পাকিস্তানের গতিময় এ পেসার। 

এক্সে ওয়াহাব রিয়াজ লিখেছেন, অবিশ্বাস্য সময় পেরিয়ে অবশেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটে দীর্ঘ পথচলায় পাশে থেকে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), পরিবার, কোচ, সতীর্থ থেকে শুরু করে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: