
ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আল হিলাল মঙ্গলবার রাতে ভিডিও প্রকাশ করে নেইমারকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল।
নেইমারকে পেয়ে উচ্ছ্বসিত সৌদি ক্লাবটি, খুশি নেইমারও। সৌদি আরবে এসে নতুন ইতিহাস রচনা করতে চান বলেও জানিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা।
আল হিলালের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর নেইমার বলেন, ‘আমি ইউরোপে অনেক কিছু অর্জন করেছি এবং দারুণ সময় কাটিয়েছি। তবে আমি সব সময় চাইতাম বৈশ্বিক খেলোয়াড় হতে এবং নতুন জায়গায় নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেকে পরীক্ষা করতে।’
ব্রাজিলীয় তারকা আরো বলেন, ‘আমি ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লিখতে চাই। সৌদি প্রো লীগে দারুণ শক্তিশালী এবং মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: