ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কিউইদের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩ ২০:০৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩ ২০:০৬

ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১৭ সেপ্টেম্বর সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। 

দিবা-রাত্রি ম্যাচগুলো মাঠে গড়াবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।

টেস্ট সিরিজ খেলতে ২১ নভেম্বর ফের বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ২৮ নভেম্বর ও দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর শুরু হবে। এই দুই টেস্টের ভেন্যু অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: