
নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পরিষদ আঙ্গিনার স্বাধীনতা মঞ্চে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, সিরাজদিখান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, ভাইস চেয়ারম্যান মঈদুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন,থানার ওসি মুজাহিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউপ চেয়ারম্যানগন ,উপজেলা সরকারী বিভিন্ন কর্মকর্তা ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের এবং বর্ণের লোকজনকে আগের মতো একসঙ্গে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করে সিরাজদীখানকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে।
সম্প্রতিক সমাবেশ শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও উপজেলার বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক আবু জাফর রিপন ও পুলিশ সুপার আসলাম খান।
আপনার মূল্যবান মতামত দিন: