
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে নানার বাড়ি বেড়াতে এসে হাওরের পানিতে ডুবে মেহরাজ নামের ৫ বছরের এক শিশু ও কেন্দুয়া উপজেলার হরিপুর গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের মনিরুল নামের অপর শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ও সকালে পৃথক দৃটি ঘটনায় দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাসার শিশু মেহেরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের হরিপুর গ্রামে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী মনিরুল ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সকালে ওঠানে খেলা করার সময় বাড়ির সকলের অগোচরে হঠাৎ পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়।
আপনার মূল্যবান মতামত দিন: