ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকারকে টেনে-হিঁচড়ে নামাতে হবে : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩ ০১:১২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩ ০১:১২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকারকে দেশবাসী আর দেখতে চায় না। তারা ১৫ বছর ধরে আমাদের কাঁধে চেপে বসেছে। নড়া দিলেও সরে না, ধাক্কা দিলেও পড়ে না। তারা যাবে না, তাদের টেনে-হিঁচড়ে নামাতে হবে।

এদের ধাক্কা দিয়ে সরাতে হবে। ১৫ বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয় না। 

মির্জা আব্বাস বলেন, আজ শুনলাম কেউ কেউ নেপালে গেছেন। ওখানে নাকি কার কাছ থেকে পানি পড়া আনতে। এই পানি পড়া দিয়ে কাজ হবে না। এই সরকারকে সরে যেতে হবে। আমাদের আর কোনো ভয় নেই।

আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশান ১-এ গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: