
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব লিভারপুলে যোগ দিলেন জাপানের মিডফিল্ডার ওয়াতারু এন্ডু। আজ শুক্রবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে লিভারপুল।
মোইসেস কাইসেদো ও রোমেও লাভিয়াকে পাওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর স্টুটগার্ট থেকে ওয়াতারুকে দলে ভেড়ায় জার্গেন ক্লপের দল। তবে চুক্তির মেয়াদ ও ট্রান্সফার ফি উল্লেখ করা হয়নি।
এই দলবদলে লিভারপুল ছেড়েছেন তিন অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনহো, হেন্ডারসন এবং জেমস মিলনার। তাই চলতি গ্রীষ্মের দলবদলে কাইসেদোকে কেনার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল ক্লাবটি। কিন্তু কাইসেদো বেছে নেন চেলসিকে। একই ক্লাবে নাম লেখানো আরেক মিডফিল্ডার রোমেওর প্রতিও আগ্রহী ছিল লিভারপুল।
আপনার মূল্যবান মতামত দিন: