
দুই দিন বিশ্রামের শেষ দিনে আজ শনিবার বিসিবি কার্যালয়ে কোচদের সঙ্গে লম্বা সময় ধরে বৈঠক করেছেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবির হেড অব প্রগ্রাম ডেভিড মুর, জাতীয় দলের কোচিং স্টাফ, বয়সভিত্তিক দল ও হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কোচ এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে কোচদের কাছে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন হাতুরাসিংহে। এ ছাড়া বিশ্বকাপের জন্য রিজার্ভ বেঞ্চ প্রস্তুত রাখতে আটজন ক্রিকেটারকে নিয়ে একটি ‘বিশেষ ক্যাম্প’ শুরু করার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানায় বিসিবির ওই সূত্র।
আপনার মূল্যবান মতামত দিন: