ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গলাচিপায় জলাবদ্ধ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ ২০:২৬

মোঃ নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ ২০:২৬

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় জলাবদ্ধ পরিবারের মাঝে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলা গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চর হরিদেবপুর গ্রামের জলাবদ্ধ ১০ পরিবারের মাঝে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাতে কৃষকদের ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি সহ ইউনিয়নের গ্রামগুলোর নিচু অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষরা। আর তাদের এ অবস্থা বিবেচনা করে জলাবদ্ধ ১০ পরিবারের মাঝে ত্রাণ ও শুকনা খাবার নিয়ে ছুটে যান মো. মহিউদ্দিন আল হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাইনুদ্দিন, গোলখালী ইউনিয়নের ইউপি সদস্য মো. দুলাল প্যাদা ও সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, বিপদগ্রস্থ মানুষের জন্য সহায়তায় প্রশাসন বদ্ধ পরিকর। উপজেলার কোন স্থানে জনগণ বিপদে পড়লে প্রশাসন তাদের সহায়তা করবে।



আপনার মূল্যবান মতামত দিন: