ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ ২১:১৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ ২১:১৩

সাদা বলের ক্রিকেটে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিল সংযুক্ত আরব আমিরাত। শনিবার রাতে দুবাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। কিউইদের বিপক্ষে এটাই আমিরাতের প্রথম জয়। ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১-এ সমতা বিরাজ করছে।

১৪৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আরব আমিরাত ১৬ ওভারের মধ্যে তিন উইকেটে ১৪৪ রান করে জয়ী হয়। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ২৯ বলে ৫৫ রান করেন। আসিফ খান অপরাজিত থাকেন ৪৮ রানে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জিতেছিল ১৯ রানে।

এর আগে, প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান তোলে নিউজিল্যান্ড। চ্যাপম্যান ৪৬ বলে ৬৩ রান করেন। ওপেনার বোয়েস ও নিশাম দুজনই সমান ২১ রান করেন। দুই অঙ্কের রান আর কারো নেই। আয়ান খান তিনটি ও জাওয়াদুল্লাহ দুটি উইকেট নেন।



আপনার মূল্যবান মতামত দিন: