ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শ্রীনগরে দোকানে আগুন দেয়ার অভিযোগ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩ ০৫:৩০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩ ০৫:৩০

এইচ. আই লিংকন : 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চল্লিশঘর বাজারের ৩টি দোকান ও ১টি বসতঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ইদ্রীস কাড়াল গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর এলাকার চল্লিশঘর বাজারে। এ ঘটনায় রবিবার রাতে দোকান মালিক রনজু মীর বাদী হয়ে ইদ্রীস কাড়াল, রাসেল কাড়াল, রাফিজ কাড়াল, মজিব ও বিজয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

জানাযায়, এই অগ্নিকান্ডের ঘটনায় রোকন আকনের শাড়ি কাপড়ের দোকান, শরীফ মোল্লার ফার্মেসী, মিজান শেখের মোদিসহ মোট ৩টি ব্যবসা ও ১টি বসত ঘর  পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। 

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পুর্ব শত্রুতার জের ধরে গত ২০ অগস্ট মধ্যরাতে রোকনের শাড়ি-কাপড়ের দোকানে আগুন দেয় অভিযুক্তরা। মূহুতের্বর মধ্যে আগুন পার্শ্ববতরী দোকানঘরে ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১২টা পর্যন্ত এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর ইদ্রীস কাড়াল গং আত্মগোপন করে। 

মার্কেট মালিক মো. রনজু মীর বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় ছোট-খাট চুরির অভিযোগ ছিল। ঘটনার আগের দিন দোকানে রাখা টাকা-পয়সা চুরি করে ইদ্রীস কাড়াল গং। ঘটনার দিন সন্ধ্যায় বিচারে বসার কথা ছিল। অভিযুক্ত ব্যক্তিরা বিচারে উপস্থিত না হয়ে মধ্যরাতে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে জানতে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও স্বাক্ষাত পাওয়া যায়নি। ইদ্রিস কাড়ালের মোবাইল ফোন নম্বরে কল করা হলেও কোন সারা পাওয়া যায়নি। 

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ইদ্রীস কাড়াল গংদের নিয়ে বিচারে বসার কথা ছিল। ধারনা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিরা বিচারে না এসে দোকানঘরে অগ্নি-সংযোগ করে থাকতে পারে। 

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, অভিযোগ পেয়েছি। এই ঘটনার সাথে অভিযুক্তদের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: