ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে পারছে না বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩ ১৫:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩ ১৫:১৫

ক্ষমতায় থাকতে নানা ঘটনায় শক্তিধর একাধিক বন্ধু দেশের সঙ্গে বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছিল গত ১৫ বছরেও তা আর মেরামত হয়নি। বরং গত দুই বছরে বিএনপির সঙ্গে আরো অন্তত দুটি দেশের সম্পর্ক শীতল হয়েছে। দেশ দুটি হলো জার্মানি ও জাপান।  

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কাজ করেন এমন নেতারা বলেন, প্রতিষ্ঠাকালে চীন, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা অনেক দেশের সঙ্গে বিএনপির আস্থার সম্পর্ক ছিল।

২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। সেই অবস্থা থেকে আর বের হয়ে আসতে পারেনি দলটি।

তবে সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে বহির্বিশ্বের সম্পর্কের বিষয়টি দলের ভেতরে বেশ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো সরকারের নানা বিষয়ে এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রকাশ্যে কথা বলছে। এর যতটুকু সুফল বিএনপি নিতে পারত, তা পারছে না বলে দলের শীর্ষ নেতাদের পর্যালোচনায় উঠে এসেছে। 



আপনার মূল্যবান মতামত দিন: