ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু আজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩ ২০:৫৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩ ২০:৫৯

শ্রীলঙ্কার হাম্বানটোটায় আজ শুরু হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। এই মাঠে দুই ম্যাচ খেলার পর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোয়। এশিয়া কাপের আর এক সপ্তাহের মতো বাকি আছে। মূলত তিন ম্যাচের এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই দল।

খাতা-কলমে এটি আফগানিস্তানের ‘হোম সিরিজ’। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে। সোমবার মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশনে দুই অধিনায়ক পাকিস্তানের বাবর আজম ও আফগানিস্তানের হাসমত উল্লাহ শহীদি। 

এশিয়া কাপে ভালো করার জন্য দুই দলই এই সিরিজটিকে গুরুত্বের সহিত দেখছে। 



আপনার মূল্যবান মতামত দিন: