ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ইবাদতের বদলে এশিয়া কাপে ডাক পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩ ০২:২৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩ ০২:২৪

এশিয়া কাপের প্রাক্কালে জানা গেল, পুরনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় খেলা হচ্ছে না তারকা পেসার ইবাদত হোসেনের। গতকাল থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। অতঃপর আজ মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতি ইবাদতের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে তার বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে তানজিম হাসন সাকিবের নাম।

২৯ বছর বয়সী ইবাদত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে ভুগছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে চোট পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এশিয়া কাপের দলে রাখা হলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ থাকায় ইবাদতকে নিয়ে তাড়াহুড়া করতে চায় না বিসিবি।

ইবাদতের বদলি তানজিম ছিলেন এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায়। এই প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী এই পেসার । 



আপনার মূল্যবান মতামত দিন: