ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের সূচি আর পরিবর্তন হবে না- জানাল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩ ১৫:৪০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩ ১৫:৪০

বেশ কিছু পরিবর্তন-পরিবর্ধনের পর ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি। তার পরও ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সূচি নিয়ে আপত্তি উঠেছে। এবার নতুন করে একটি ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হায়দরাবাদ পুলিশ। কিন্তু বিশ্বকাপের সূচিতে আর কোনো পরিবর্তন হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এ তথ্য নিশ্চিত করেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) প্রশাসক কমিটির সদস্য দুর্গাপ্রসাদ। 

এইচসিএর কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হেমাং আমিন জানিয়েছেন, এই মুহূর্তে বিশ্বকাপের সূচি পরিবর্তন সম্ভব নয়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দুর্গাপ্রসাদ বলেন, ‘আমরা বিসিসিআইয়ের সাথে আলোচনা করেছি এবং তারা ইঙ্গিত দিয়েছে, এই মুহূর্তে বিশ্বকাপের সূচি পরিবর্তন করা সম্ভব নয়।



আপনার মূল্যবান মতামত দিন: