
প্রধান প্রতিবেদক:
২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে আইভি রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন যুবলীগের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমান গুরুতর আহত হন। ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বৃহস্পতিবার তার ১৯তম মৃত্যুবার্ষিকী।
আপনার মূল্যবান মতামত দিন: