
ম্যানচেস্টার সিটির সাথে আরো তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন পর্তুগীজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা। নতুন চুক্তি অনুযায়ী প্রিমিয়ার লিগ ও ইউরোপীয়ান লিগ চ্যাম্পিয়নদের সাথে ২০২৬ সাল পর্যন্ত থাকছেন এই তারকা।
এবারের ট্রান্সফার উইন্ডোর শুরু থেকেই সিলভার ইত্তিহাদ স্টেডিয়াম ছাড়ার জোড় গুঞ্জন ছিল। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নিতে অনেক দিন ধরেই আগ্রহী ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কিন্তু গত আসরের ট্রেবল জয়ী সিটির সাথে চুক্তি নবায়ন করে ভবিষ্যত নিয়ে দীর্ঘদিনের শঙ্কা দুর করলেন সিলভা। তার সাথে সিটির বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত । নতুন চুক্তির ফলে ২০২৬ সাল পর্যন্ত থাকছেন সিলভা।
আপনার মূল্যবান মতামত দিন: