ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সৌদি লিগে বেনজেমার প্রথম গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩ ২২:৫২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩ ২২:৫২

সৌদি আরবের প্রো লিগে আল ইতিহাদের হয়ে প্রথম গোল করলেন করিম বেনজেমা। গতকাল বৃহস্পতিবার আল রিয়াদকে ৪-০ গোলে হারায় আল ইত্তিহাদ। এই নিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামা বেনজেমাই দলের প্রথম গোলটি করেন।শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম তিন ম্যাচেই জয় পেল সৌদির অন্যতম শীর্ষ ক্লাব আল ইত্তিহাদ।

ম্যাচের ১৭তম মিনিটে নিজেদের অর্ধে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান বেনজেমা। প্রতিপক্ষের বক্সের কাছে গিয়ে পাস দেন সতীর্থকে। পরমুহূর্তে তার কাছ থেকেই বক্সের ভেতর বল পেয়ে সামনের তিন ডিফেন্ডার ও গোলকিপারকে দর্শক বানিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে দেন রিয়াল মাদ্রিদের সাবেক এই সুপারস্টার।

বেনজেমার গোলের দিনে সৌদি লিগে প্রথম গোলের স্বাদ পেয়েছেন আলেকসান্দার মিত্রোভিচ। ইউরোপিয়ান ক্লাব ফুলহ্যাম ছেড়ে আল হিলালের হয়ে সৌদি আরবের লিগে নিজের প্রথম ম্যাচেই তিনি গোলের দেখা পেলেন। ফুলহ্যাম থেকে আসা এই স্ট্রাইকার প্রথমার্ধের শেষ দিকে হেডে গোলটি করেন। তার দল আল হিলাল ৪-০ গোলে হারায় আল রাইদকে।



আপনার মূল্যবান মতামত দিন: