মেজর লিগ সকারে ইন্টার মায়ামির খেলা ছিল রেড বুলসের মাঠে। কিন্তু মেসি ছিলেন বেঞ্চে। দর্শকদের অপেক্ষার প্রহর কাটিয়ে মাঠে নামেন ৬০ মিনিটে। ম্যাচ শেষের এক মিনিট আগে গোল করে রাঙালেন অভিষেকও। ম্যাচের পর অবশ্য একটি নিয়ম ভেঙেছেন মেসি।
ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকার বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, এমএলএসের নিয়ম অনুযায়ী ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হয়। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সাক্ষাৎকার দেননি মেসি।
এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মেজর লিগ কর্তৃপক্ষ।
আপনার মূল্যবান মতামত দিন: