
২০১৮ সালে ইতালির কোচের দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের চাকরি ছেড়ে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি।
আগস্টের দ্বিতীয় সপ্তাহে আচমকাই ইতালি ফুটবল দলের প্রধান কোচের চাকরি ছেড়ে দেন মানচিনি। গুঞ্জন ছিল সৌদি আরবের কোচ হতে যাচ্ছেন তিনি। সেই গুঞ্জন সত্যি করে সৌদি ফুটবল দলের দায়িত্ব নিলেন রবার্তো মানচিনি।
৫৮ বছর বয়সী এই ইতালিয়ান ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বছরে আড়াই কোটি ইউরো বেতন দেওয়া হবে তাকে।
সৌদি আরবের ডাগআউটে মানচিনির অভিষেক হবে আগামী ৮ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে।
আপনার মূল্যবান মতামত দিন: