ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ওয়ানডেই সবচেয়ে কঠিন ফরম্যাট : সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ১৯:২৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ১৯:২৪

এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারতীয় দলের চিন্তার জায়গা ব্যাটিং অর্ডারের চার নম্বর। সেই চার নম্বরে সূর্যকুমার যাদবকে খেলানো হলেও সফল হননি তিনি। কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ তিনি। সূর্যকুমারের বিশ্বাস, এই ফরম্যাটটা দ্রুতই আয়ত্ব করে নেবেন।

কারণ তাকে পরামর্শ দিচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটকে সবচেয়ে কঠিন ফরম্যাট বলতেও দ্বিধা নেই সূর্যের।

এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে সূর্য বলেন, ‘ওয়ানডে ম্যাচে ভারসাম্য রাখা আসল। এজন্য আমি অনেক অনুশীলন করছি।

এরসঙ্গে রাহুল ভাই, রোহিত ভাই, বিরাট ভাইয়ের পরামর্শ নিচ্ছি। আশা করছি তাড়াতাড়ি ওয়ানডেতে রান পাব।’



আপনার মূল্যবান মতামত দিন: