odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

লিটনের পরিবর্তে এশিয়া কাপে ডাক পেলেন বিজয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ August ২০২৩ ১৬:৫২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ August ২০২৩ ১৬:৫২

পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে বিকেলে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আগামীকাল আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কায় খেলতে নামবে বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এনামুল হক বিজয়। 

বুধবার (৩০ আগস্ট) বুধবার (৩০ আগস্ট) সকালে লিটন এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে বিজয়ের অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়েছে বিসিবি।

গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, জ্বর থেকে সুস্থ হয়ে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিবেন লিটন। তবে জ্বর থেকে সেরে না ওঠায় শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন লিটন।



আপনার মূল্যবান মতামত দিন: