ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দরিদ্র পরিবারের উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩ ২২:৪৭

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩ ২২:৪৭

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে অতি দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে ও নির্বাচিত অতি-দরিদ্র পরিবারের সদস্যবৃন্দের অংশগ্রহণে ৩০ আগস্ট সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।

এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও মো. আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম-পিপিএম, উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, ডেনিস তপ্ন, মুকুল বৈরাগী, প্রদীপ হাসদা শ্যামল মন্ডল, লজি মুখিম,শারমিন সুরভী, রোজলিন কোরাইয়া প্রমুখ।

ধামইরহাটে মিডিয়াবান্ধব ওসি মোজাম্মেল হক কাজীকে উপজেলা প্রেস ক্লাবের বিদায় সংবর্ধনা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে মিডিয়া বান্ধব অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ধামইরহাট উপজেলা পাবলিক লাইব্রেরীতে অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী কে ত্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

দেশের উন্নয়ণ অগ্রযাত্রায় মফস্বল এলাকায় ও উপজেলা পর্যায়ে বিনা বেতনে সেবা প্রদানকারী সাংবাদিকদের অবদান রয়েছে উল্লেখ করে বিদায়ী বক্তব্যে সাংবাদিকবন্ধু অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন ‘ধামইরহাটের সাংবাদিকদের সহযোগিতায় ধামইরহাটের সকল জনসাধারণকে আইনের সঠিক সেবা দিতে পেরেছি বলে আশা রাখি এবং আমি মান্দা থানায় যোগদান করেছি, সেখানে সঠিক ও ন্যায্য পথে থেকে মান্দা উপজেলায় যেন আইনি সেবা দিতে পারি সে লক্ষে আপনারা সকলেই আমার জন্য দোয়া রাখবেন।’

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম এ মালেক, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবু মুছা স্বপন, আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান, উজ্জ্বল হোসেন, একে নোমান হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু, ব্যবসায়ী রেজাউল ইসলাম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: