প্রধান নির্বাচক বলেন, ‘লিটন দাসকে নিয়ে যাওয়ার জন্য তো কাউকে ইনজুরিতে পড়তে হবে। দল তো ১৭ জনের হয়ে গেছে। তবে কিছু ইনজুরি শঙ্কা আছে দলে। আমরা আলোচনা করছি আপাতত।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এশিয়া কাপের ‘সুপার ফোর’ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। ‘বি’ গ্রুপে দুই ম্যাচ খেলার পর বাংলাদেশ দলের যে নেট রানরেট, তাতে এই গ্রুপে তৃতীয় হওয়ার কোনো সম্ভাবনা নেই টাইগারদের। তাই বলা যায়, বাংলাদেশের ফোর নিশ্চিতই। সুপার ফোরে খেলার সম্ভাবনা নিয়ে আজ পাকিস্তান যাচ্ছেন ভাইরাস জ্বর থেকে সেরে উঠা লিটন কুমার দাস।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ রাত ৯টায় কাতার এয়ারওয়েজে লিটন দাসের ফ্লাইট ঠিক করা হয়েছে। কাতারের দোহা থেকে লাহোরের ফ্লাইট ধরবেন তিনি। তবে লিটনকে কার পরিবর্তে দলে নেওয়া হবে সেটা এখনো জানানো হয়নি। দলে ইনজুরি শঙ্কা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আপনার মূল্যবান মতামত দিন: