ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিএনপির আন্দোলনে সরকার ভয় পেয়েছে : ফখরুল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আন্দোলন এমন পর্যায়ে গেছে যে আওয়ামী লীগ সরকার এখন প্রমাদ গুনছে। সরকার ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণে তারা আন্দোলন দমাতে মরিয়া হয়ে উঠেছে।

আজ সোমবার বিকালে এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, কিছুদিন আগেও সরকার বলেছে, বিএনপি নেই। এখন যখন বিএনপি মাটি খুঁড়ে বের হচ্ছে তখন তারা আবার প্রমাদ গুনতে শুরু করেছে।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার একতরফা নির্বাচন করলে এবার জনগণ রুখে দেবে। এবার আর আওয়ামী লীগ ওয়াকওভার পাবে না। মানুষ তাদের রুখে দেবে।



আপনার মূল্যবান মতামত দিন: