
সিলেট নগরের মিরাবাজার এলাকায় দাদা পীরের মাজারসংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে সেফটি বাল্ব বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে পাঁচজন ফিলিং স্টেশনের কর্মী। বাকিরা তেল-গ্যাস নিতে আসা যানবাহনের আরোহী ও চালক বলে জানা গেছে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ব্যবস্থাপক বেলাল আহমদ বলেন, ‘খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে দ্রুত ছুটে আসি এবং ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: