ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভুত

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাড়ৈগাঁও গ্রামের ফারুক শেখের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ফারুক শেখের বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করেন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে আটপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রানা হাবিবুল্লাহ মিয়া বলেন, মাইক দিয়ে এলাউন্স করার পরে আমি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকার যুবকরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বালটি দিয়ে পানি দিচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলা যাচ্ছে না।

শ্রীনগর ফায়ার স্টেশন এয়ারহাউস কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো বলা যাচ্ছে না বিষয়টি খতিয়ে দেখছি।



আপনার মূল্যবান মতামত দিন: