
প্রধান প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক মূলনীতিতে অনুপ্রাণিত হয়, এমন যেকোনও যুবক ও যুব মহিলার যুবলীগের সদস্যপদ গ্রহণকে আমরা স্বাগত জানাই। যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘কোনও চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তানকে সদস্য পদ দেবেন না।’
রবিবার (১০ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে যুবলীগের দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
তিনি বলেন, ‘যুবলীগের সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্ধারিত ফরম পূরণ করে এবং ফি প্রদান করে যে কেউ আবেদন করতে পারবে। তবে আপনাদের দায়িত্ব হবে, সেই সব আবেদন যাচাই করে দেখা।’
শেখ ফজলে শামস্ পরশ উল্লেখ করেন, আবেদনকারী বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থি কোনও সংগঠনের সদস্য নয়, তার মানে, আপনাদের নিশ্চিত হতে হবে— কোনও অনুপ্রবেবশকারী জামায়াত-শিবির আমাদের মধ্যে ঢুকতে না পারে। ওই ব্যক্তি যেন যেকোনও ধরনের ধর্ম, বর্ণ অথবা শ্রেণি বৈষম্যের বিশ্বাসী না হয়। আপনাদের দেখতে হবে ওই ব্যক্তি যেন গণবিরোধী কোনও কর্মকাণ্ডে জড়িত না হয়। কোনও চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তানদের সদস্যপদ দেবেন না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের নিরাপত্তা ও জননিরাপত্তাবিরোধী কোনও সন্ত্রাসীকে জায়গা দেবেন না।’
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘শুধু নামমাত্র সদস্য সংখ্যা আমাদের দরকার নাই। আমাদের দরকার আদর্শিক কর্মীবাহিনী। শুধুমাত্র গুণী ও দক্ষ সদস্য আমাদের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে যার ক্ষেত্রে দক্ষ যুবশক্তি হিসেবে নিজেদের উদ্ভাবন করতে হবে। এক্ষেত্রে নিষ্ক্রিয় কর্মীবাহিনী থেকে সক্রিয় স্মার্ট কর্মীবাহিনী সর্বদা শ্রেয়।’
যুবলীগ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
আপনার মূল্যবান মতামত দিন: