
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকার ডেঙ্গুর চাইতেও ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করার আগে সাংবাদিকদের এসব কথা বলে বিএনপি মহাসচিব।
আওয়ামী লীগ সরকার ডেঙ্গুর চাইতেও ভয়াবহ উল্লেখ করে ফখরুল বলেন, সরকার জনগণকে সবর্ক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ঢাকার দুই মেয়র ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দেশের বাইরে থেকে ঔষধ এনেছে সেখানেও চুরি করেছে।
মির্জা ফখরুল বলেন, ডেঙ্গু এবং সরকার দুই ভয়াবহ দানব থেকে দেশকে রক্ষা করতে হবে। নিত্যপণ্যের দামের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ। প্রতিটি ক্ষেত্রে সরকার জনগণের টাকা চুরি করছে। ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস কিনার নামে সরকার টাকা চুরির ফন্দি করছে।
আপনার মূল্যবান মতামত দিন: