ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের কাছে হার ফাইনালে প্রভাব ফেলবে না : শুভমান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৩

বাংলাদেশের কাছে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে হেরে গেছে আগেই ফাইনাল নিশ্চিত করা ভারত। ৬ রানের এই পরাজয় আজকের ফাইনালে দলের ওপর প্রভাব ফেলবে না বলে মনে করেন শুভমান গিল। ভারতের এই ওপেনার বাংলাদেশের বিপক্ষে সেদিন ১২১ রানের ইনিংস খেলেছিলেন। যদিও টাইগারদের দারুণ বোলিংয়ে সেই ইনিংস বৃথা যায়।

আজ রবিবার বেলা সাড়ে ৩টায় কলম্বোতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।

শুভমন বলেন, ‘এশিয়া কাপের ফাইনাল জয় খুবই গুরুত্বপূর্ণ। জয়ের অভ্যাস তৈরি করতে হবে। ঠিক সময়ে ছন্দ পাওয়াটা জরুরি।

জয়ের ধারা তৈরি করতে হবে। এক-দুটি ম্যাচ হারলে চাপ বাড়ে। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এশিয়া কাপ জয়। তবে বাংলাদেশের বিপক্ষে হার কোনো ক্ষতি করবে বলে মনে হয় না।



আপনার মূল্যবান মতামত দিন: