
স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত। রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া ৫১ রানের মামুলি লক্ষ্যে ভারত পৌঁছে গেছে মাত্র ৬.১ ওভারে। সেটিও আবার কোনো উইকেট না হারিয়েই।
শুভমান গিল ১৯ বলে ২৭ ও ইশান কিশান ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এটিই ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বনিম্ন রানের রেকর্ড।
আপনার মূল্যবান মতামত দিন: