ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিএনপির কিছু যায়-আসে না, শমসের-তৈমুর প্রসঙ্গে মির্জা ফখরুল

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩৬

অধিকারপত্র ডেক্স :

সাবেক বিএনপি নেতা প্রয়াত নাজমুল হুদা প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল আগামী ১৯ সেপ্টেম্বর। সেদিন দলটিতে যোগ দেবেন সাবেক দুই বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এ নিয়ে বেশ সরগরম রাজনৈতিক অঙ্গন। সাবেক দুই সিনিয়র নেতার অন্য দলে যোগদান প্রসঙ্গে নিশ্চুপ ছিল বিএনপি। কিন্তু, আজ এ বিষয়ে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৃণমূল বিএনপিতে সাবেক দুই নেতার যোগদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তারা কেউ বিএনপির সদস্য না। ফলে, তারা আরেকটা দল করতে পারেন। এতে বিএনপির কিছু আসে যায় না।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এই দলে এমন খড়কুটো অনেক এসেছে, আবার চলেও গেছে। এতে বিএনপির কিছু যায়-আসে না।

তৃণমূল বিএনপিতে শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারের যোগ দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তারা কেউ বিএনপির সদস্য নন। ফলে, তারা ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন। আরেকটা দল করতেই পারেন। 



আপনার মূল্যবান মতামত দিন: