ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এশিয়ান গেমসে মিয়ানমারের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১৩

এশিয়ান গেমসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। চীনের হাংজুর শিয়াওশান স্পোর্টস কমপ্লেক্সে আত্মঘাতী গোলে মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ দল।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে গোল হজম করে বাংলাদেশ।

ম্যাচের ৬৮তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন বাংলাদেশ ডিফেন্ডার মুরাদ হাসান। তবে ৭৫তম মিনিটে মিয়ানমারের জুয়ে খান্ত মিন লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। কিন্তু একজন বেশি নিয়ে খেলার সুবিধাটা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজ জার্সিধারীদের।



আপনার মূল্যবান মতামত দিন: