
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ম্যাচে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠ ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে টরন্টো এফসিকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট টেইলর। একটি করে গোল করেন ফাকুন্ডো ফারিয়াস ও বেঞ্জামিন ক্রেমাসচি।
এই জয়ে পয়েন্ট তালিকায় আরো এক ধাপ উপরে উঠল দলটি।
এ জয়ে ইন্টার মায়ামি প্লে-অফের লড়াইয়ে টিকে রইল। মেসি যোগ দেওয়ার সময় এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তলানিতে (১৫ নম্বর) ছিল মায়ামি। আজকের জয়ের ফলে ১৩তম স্থানে চলে এসেছে দলটি।
প্লে-অফে খেলতে হলে অন্তত ৯ নম্বরে থাকতে হবে মায়ামির।
আপনার মূল্যবান মতামত দিন: