ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০১

ওয়ানডে বিশ্বকাপে আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই তিনটি ম্যাচকে বিশ্বকাপের ‘প্রস্তুতি’ ম্যাচ হিসেবে দেখছেন টাইগাররা। 

তবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে থাকছে বৃষ্টির চোখ রাঙানি। গত দুদিন ধরেই মিরপুরের আকাশে রোদ-মেঘের খেলা; থেমে থেমে হচ্ছে বৃষ্টিও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। আশ্বিনের বেরসিক এই বৃষ্টির কারণে টাইগাররা ঠিকমতো অনুশীলন সেশন করতে পারেননি। একপ্রকার প্রস্তুতি ছাড়াই নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছেন লাল-সবুজরা। 



আপনার মূল্যবান মতামত দিন: