ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৪

সরকার পদত্যাগের ‘এক দফা’ আন্দোলনে ঘোষিত ৩ অক্টোবরের কুমিল্লা-চট্টগ্রাম বিভাগের রোডমার্চের তারিখ পরিবর্তন করে ৫ অক্টোবর করেছে বিএনপি। একই সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকাসহ মহানগর ও জেলায় সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পরিবর্তনের কথা জানান।

৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ অথবা সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পূর্বঘোষিত ২৬ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী সমাবেশের তারিখ পরিবর্তন করে ৪ অক্টোরব করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: