ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৪

বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ। দীর্ঘ অপেক্ষায়র পরও প্রবল বৃষ্টি না থামায় আজ সন্ধ্যা ৮টা ২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা কর হয়। এর আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।

মুস্তাফিজ ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে নেন ৩ উইকেট। ৮ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়েছেন নাসুম।

মিরপুর শেরেবাংলায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। 

সন্ধ্যা ৭টায় খেলোয়াড়েরা মাঠে নামতেই ফের বৃষ্টি নামে। মাঠ ঢেকে যায় কাভারে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করার কথা থাকলেও ৮টা ২৬ মিনিটেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।  



আপনার মূল্যবান মতামত দিন: