ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আমিই একমাত্র বিশ্বকাপজয়ী, যাকে ক্লাব সম্মানিত করেনি: মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৭

ফ্রান্সের ফুটবল ক্লাব পিএসজিতে কতটা অস্বস্তিকর সময় কেটেছে, সেটা আরেকবার প্রকাশ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সমর্থকগোষ্ঠীর লাঞ্ছনা-গঞ্জনা তো ছিলই, ক্লাবের ভেতরেও একটা গুমোট অবস্থার মধ্য দিয়ে গেছেন। বিশেষ করে বিশ্বকাপ জেতার পর থেকে। 

মেসি বলেন, কেবল তিনিই তার ক্লাবের কাছে বিশ্বকাপ জয়ের স্বীকৃতি পাননি, যেখানে তার অন্য আর্জেন্টাইন সতীর্থদের সম্মানিত করা হয়েছে। 

ইএসপিএনের মিগুয়ে গ্রানাডোসকে তিনি বলেন, ‘আমিই ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড় ছিলাম, যে (ক্লাবের) কোনো স্বীকৃতি পাইনি।’

পিএসজির কিছু সমর্থকগোষ্ঠীর সঙ্গে দুর্বিষহ অভিজ্ঞতার কথা স্বীকার করেছেন তিনি, ‘এমন কিছু আমি প্রত্যাশা করিনি। কিন্তু আমি সবসময় বলি যে কোনো কিছু ঘটার পেছনে কারণ থাকে। ওখানে আমি ভালো ছিলাম না, কিন্তু ওখানে থাকতেই আমি বিশ্বচ্যাম্পিয়ন হলাম।’



আপনার মূল্যবান মতামত দিন: