ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সব ফরম্যাটে এক নম্বর হয়ে র‍্যাংকিংয়ে ভারতের ঐতিহাসিক মাইলফলক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫০

অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারানোর সঙ্গে সঙ্গেই ওয়ানডে ক্রিকেটে ক্রমতালিকায় এক নম্বরে উঠে গেছে ভারত। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আগেই এক নম্বর দল ছিল তারা। শুক্রবার জেতার পর সব ধরনের ক্রিকেটেই এক নম্বরে উঠে ঐতিহাসিক মাইলফলক অর্জন করল ভারত।

ক্রিকেটে এর আগে একটি মাত্র দল এই নজির গড়তে পেরেছিল। ২০১২ সালে সব ধরনের ক্রিকেটে এক নম্বর হয়েছিল দক্ষিণ আফ্রিকা। 

এই বছরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেখানে ভারতকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু টেস্টের ক্রমতালিকায় এক নম্বর দলের জায়গা ধরে রেখেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটেও ধারাবাহিকতা দেখিয়েছে তারা। 



আপনার মূল্যবান মতামত দিন: