
প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দলের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এই বাঁহাতি ব্যাটার।
অধিনায়কত্ব পাওয়া সম্পর্কে মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার।
ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।’
নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে অধিনায়কত্ব করাটা চ্যালেঞ্জিং কি না সেই বিষয়েও কথা বলেছেন শান্ত।
তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না, আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগছে এমন সুযোগ পেয়ে। আমি বিশ্বাস করি, আমাদের টিম একটা ভালো অবস্থায় থাকবে। ২০০৮ এ কি হয়েছিল, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার অপশন নাই। মূল যে জিনিসটা হলো যে, কিভাবে কালকের ম্যাচটা আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি।
আপনার মূল্যবান মতামত দিন: